ঢাকায় পথশিশুদের সেন্ট্রাল বয়েজের শিক্ষা সামগ্রী বিতরণ

অামির হামজা রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি।।

রাজধানী ঢাকার গাবতলী ও মোহাম্মদপুর শ্যামলী এলাকার পথশিশুদের মাঝে ফ্ল্যামিংগো ট্যুরস এন্ড ট্রাভেল লি. এর ব্যবস্থাপনায় সুবিধা বঞ্চিত পথশিশুদের ৩ টি বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সেন্ট্রাল বয়েজ অব রাউজান।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকালে সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলামের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন। প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, অর্থ সম্পাদক তারেক হাসান, নির্বাহী সদস্য ইকবাল হোসেন ও সানজির মাহমুদ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পথশিশুদের ছায়াতল বিদ্যাপীঠের পরিচালক বি.এম সোহেল রানা, মো. আজাদ হোসেন ও সাবিনা ইয়াসমিন রিয়াসহ প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment