নওগাঁয় একুশে পরিষদের রজত জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক উৎসব ২৭ অক্টোবর

 স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আগামী ২৭ অক্টোবর নওগাঁর ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের ২৫ বছর পূর্তি উদ্ধসঢ়;যাপন করা হবে। শহরের কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ে সংগঠনের রজত জয়ন্তী উৎসব উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আর এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় নওগাঁ জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান সংগঠনটির নেতারা। একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, একুশে পরিষদের উপদেষ্টা ময়নুল হক ও কায়েস উদ্দীন, সাধারণ সম্পাদক মেহমুদ মোস্তফা ও পরিষদের ২৫ বছর পূর্তি উদ্ধসঢ়;যাপন কমিটির আহ্বায়ক মনোয়ার হোসেন লিটন। সংবাদ সম্মেলনে উৎসব উদ্ধসঢ়;যাপন কমিটির আহ্বায়ক মনোয়ার হোসেন বলেন, সংগঠনের ২৫ বছর পূর্তি উপলক্ষে একুশে পরিষদ গত সেপ্টেম্বর মাস থেকে নানা কর্মসূচি পালন করে আসছে। ইতোমধ্যে পালিত কর্মসূচির মধ্যে ছিল নৌকাবাইচ প্রতিযোগিতা, ২৫ হাজার বৃক্ষের চারা রোপন, সাঁতার ও ডুব প্রতিযোগিতা, কুমিল্লার মৎস্যমানব খ্যাত মিজানুর রহমানের দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকার প্রদর্শনী প্রভৃতি। সংগঠনের রজত জয়ন্তী উপলক্ষে আগামী ২৭ অক্টোবর সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। এতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ঐতিহ্যবাহী এ সংগঠনটির যাত্রা শুরু হয় ১৯৯৪ সালের ফেব্রুয়ারি মাসের কোনো এক দিন। শুরুতে এ সংগঠনটির নাম ছিল একুশে উদযাপন পরিষদ নওগাঁ। পরবর্তীতে ‘একুশ উদযাপন পরিষদ নওগাঁ’ থেকে উদযাপন শব্দটি বাদ দেয়া হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment