জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

জগন্নাথপুরে বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন শারদীয় দুর্গোৎসব প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩৩ টি পূজামন্ডপে অনুষ্ঠিত হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন শারদীয় দুর্গোৎসব ১৯শে অক্টোবর শুক্রবার বিকালে উপজেলার বিভিন্ন নদ-নদী ও খালে প্রতিমা বিসজর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সম্পন্ন হয়েছে। সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসবে বিপুল ভক্ত সমাগম ও দর্শনার্থীদের উপস্হিতির পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্হিতি ছিল লক্ষনীয়। স্হানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ছাড়াও পূজামন্ডপ পরিদর্শনে ছিলেন আওয়ামীলীগ নেতা আজিজুস সামাদ ডন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন,সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু,ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,সাবেক পৌর মেয়র আক্তার হোসেন, বর্তমান পৌর মেয়র আব্দুল মনাফ,জগন্নাথপুর পৌর সভার সাবেক মেয়র উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি মোঃ আক্তারুজ্জামান আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম,ওসি হারুন রশিদ চৌধুরীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment