শরণখোলায় গাছ থেকে পড়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

আবু হানিফ, বাগেরহাট অফিস ঃ

বাগেরহাটের শরণখোলায় গাছ থেকে পড়ে শফিকুল ইসলাম (১১) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলা সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন সোনাতলা মডেল বাজার গ্রামের এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও হাসপাতাল সূতে জানা যায়, ওই গ্রামের আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে শফিকুল বাড়ির একটি আমড়াগাছে উঠে আমড়া পাড়ছিল। এসময় হঠাৎ সে ডাল ভেঙে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। এসময় বাড়ির লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন। নিহত শফিকুল সোনাতলা দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment