৩৭ তম সেঞ্চুরির পর আজব ভঙ্গি কোহলির, কিন্তু কেন?

৩৭ তম সেঞ্চুরির পর আজব ভঙ্গি কোহলির, কিন্তু কেন?

একের পর এক রেকর্ড গড়েই চলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিশাখাপত্তমে নতুন মাইলস্টোনে পৌঁছেছেন ভারত অধিনায়ক।  এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে নামার আগে ৮১ রান দরকার ছিল কোহলির। এদিন ৮১ রান করতেই ১০ রানের মালিক হয়ে গেলেন কোহলি।

ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি বিশাখাপত্তমেও কোহলির ব্যাট থেকে আসে শতরান। ১৫৭ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সেঞ্চুরির পরে অবশ্য কোহলিকে শান্ত থাকতে দেখা যায়। এমন কোহলিকে সচরাচর পাওয়া যায় না।

মাঠের ভিতরে কোহলি খুব আগ্রাসী। শতরান করলে মুষ্টিবদ্ধ হাত ছুড়তে দেখা যায় তাকে। বিশাখাপত্তমে সেঞ্চুরির পরে ব্যাট দেখিয়ে কোহলি হাতে ইশারা করেন। বোঝানোর চেষ্টা করেন, তার ব্যাটই কথা বলবে। তারকা ক্রিকেটাররা মুখে কিছু বলেন না। পারফরম্যান্সই তাদের হয়ে শেষ কথা বলে। কোহলিও হয়তো ব্যাপারটা উপলব্ধি করেছেন। তাই সেঞ্চুরির পরে শান্ত ছিলেন কোহলি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment