রাজৈরে ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ।

 রাজৈর (মাদরীপুর) প্রতিনিধি।

ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩অক্টোবর) সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট নিউ জমজম হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে। সেখানে সোমবার রাতেই নিলার মৃত হয়। এলাবাসিকে বিষয়টি জানানোর কারনে ক্লিনিকের অন্যতম মালিক পংকজ কুমার মন্ডল প্রসুতির স্বজনদের হুমকি দিচ্ছে । এ নবজাতকের মৃত্যুর ঘটনাটি ধামাচাপা দিতে প্রভাবশালীরা ব্যাতিব্যস্ত হয়ে পড়েছে। ’ এলাকাবাসি ও ভুক্তভোগি পরিবারেরর অভিযোগে জানা যায়, মঙ্গলবার বিকাল ৩ টার দিকে রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের মহিষমারী গ্রামের মন্তোষ সরকারের স্ত্রী মঞ্জু সরকারের (২২) প্রসব বেদনা হলে টেকেরহাট নিউ জমজম হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের মালিক পংকজ কুমারের সাথে পরিবারের লোকজন যোগাযোগ করে এবং ১০ হাজার টাকায় চুক্তি করে ওই হাসপাতালে সিজারের জন্য ভর্তি করে । পরে সন্ধ্যায় ডাক্তার ডাঃ আঞ্জুমান আরা বেগম (মনি) প্রসুতি মঞ্জু সরকারের সিজার করলে জীবিত পুত্র সন্তান প্রসব করে । মঞ্জু সরকারের স্বামী মন্তোষ জানান, এসময় নবজাতকের কান্নাকাটির শব্দ অটিকক্ষের বাহির থেকে শোনতে পাই । কিন্তু কিছুক্ষন পরেই হাসপাতালের কর্তৃপক্ষ নবজাতক মৃত বলে ঘোষনা করে । এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে হাসপাতালের আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে হট্রগোল শুরু করে । পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কতৃপক্ষ স্থানীয় খালিয়া ইউপি চেয়ারম্যান হামিদুল শাহ আলমকে খবর দেয় । পরে সে এসে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় । সরোজমিন হাসপাতালে গিয়ে দেখা যায়, সিজার ফাইলে ভর্তি ফরম পুরন ছাড়া বাকি কাগজপত্রে ডাক্তার বা সহকারীদের কোন নাম ঠিকানা নাই । এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের একজন পংকজ কুমার মন্ডল জানায়, ডাঃ আঞ্জুমান আরা বেগম (মনি) সিজার করেছে । প্রসূতি মঞ্জু সরকারের দেবর সন্তোষ জানায়, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় আমার ভাতিজার মৃত্যু হয়েছে । এ ঘটনার আমি প্রকৃত বিচার চাই । এ ভাবে যেন আর কোন মায়ের কোল খালি না হয়। প্রসুতি মঞ্জু সরকারের স্বজনরা অভিযোগ করে জানান, সাংবাদিকসহ অন্যান্যদের জানানোর কারনে পংকজ আমাদের অব্যাহতভাবে হুমকি দিচ্ছে। এদিকে (২২অক্টোবর) সোমবার সন্ধ্যায় টেকেরহাট সিটি হাসপাতালে নিলা বেগম (১৮) নামে এক প্রসূতি সিজার করা হয় । সিজারের পর তার কন্যা সন্তান হয় । পরে প্রসূতির অবস্থা গুরুতর হলে হাসপাতাল কর্তৃপক্ষ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোমবার রাতেই নিলার মৃত হয় । এব্যাপারে রাজৈর উপজেলা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা (পঃপঃ) প্রদিপ চন্ড মন্ডল বলেন, এঘটনাটা আমর জানা নেই আমাকে কেউ জানায় নি। তার পরও আমি আপনাদের মাধ্যেমে যেহেতু যেনেছি আমি এব্যাপারে আমার উদ্ধোতন কর্তিপক্ষের সাথে আলাপ করে আইন আনুগ ব্যাস্থা নিবো।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment