মেসিকে ছাড়াই রিয়ালকে ‘দাপট’ দেখালো বার্সেলোনা!

মেসিকে ছাড়াই রিয়ালকে 'দাপট' দেখালো বার্সেলোনা!

মেসিকে ছাড়াই বার্সেলোনা যতটা দাপট দেখাল, রোনালদোকে ছাড়া তার ধারেকাছেও যেতে পারল না রিয়াল! কারণ ক্যাম্প ন্যুতে জুলেন লোপেতেগির দল হারল ৫-১ গোলের বিশাল ব্যবধানেই।

লা লিগার ম্যাচে রবিবার ঘরের ক্যাম্প ন্যু’তে রিয়ালকে আমন্ত্রণ জানায় বার্সা। ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি ছাড়া মৌসুমের প্রথম ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৫-১ গোলেই হারালো রিয়াল মাদ্রিদ। লুইস সুয়ারেজের দুর্দান্ত হ্যাটট্রিকে এদিন নূ ক্যাম্পে ঘরের মাঠে লা লিগায় মরশুমের প্রথম এল ক্লাসিকো নিজেদের করে নিল বার্সেলোনা।

রবিবার রাতের ম্যাচে আর্জেন্টাইন তারকার অভাব বুঝতেই দেননি লুইস সুয়ারেস। উরুগুয়ের এই ফরোয়ার্ডের হ্যাটট্রিকে মৌসুমের প্রথম ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়ে দিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে আর্নেস্তো ভালভের্দের দল। অন্য দুটি গোল ফিলিপ কুতিনহো ও আর্তুরো ভিদাল। লিগে এই নিয়ে টানা পাঁচ ম্যাচ জিততে পারল না রিয়াল। হারল টানা তিন ম্যাচেই।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment