খালেদা জিয়ার ছেলে খাম্বার ব্যবসা করে বিদেশে কোটি কোটি টাকা জমিয়েছে — মাদারীপুরে নৌপরিবহন মন্ত্রী

মোঃ ইব্রাহীম, মাদরীপুর প্রতিনিধি।

খালেদা জিয়া ক্ষমতায় আসার সময় শেখ হাসিনা যে বিদ্যুৎ উৎপাদন করে গিয়েছিল তার থেকে ৬শত মেঘাওয়াট বিদ্যুৎ ছিল না, সে সেটা খেয়ে ফেলেছে কিন্ত একটা ব্যবসা করছে খাম্বার ব্যবসা , বিদ্যুৎ নাই খাম্বার ব্যবসা করে খাম্বা তৈরি করে কোটি কোটি টাকা বিদেশে জমিয়েছে। বৃহস্পতিবার রাতে মাদারীপুর পল্লীবিদ্যুৎ সমিতির আয়োজনে মাদারীপুর সদরে শতভাগ বিদ্যুৎ উদ্বোধন উপলক্ষে মাদারীপুর স্বাধীনতা অঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নৌপবিহন মন্ত্রী শাজাহান খান এ কথা বলেন। তিনি আরও বলেন, বিদ্যুৎ মানুষের সকল কাজে প্রয়োজন, একসময় আমরা হেরিকেন দিয়ে পড়াশুনা করতাম এখন কিন্তু তা সম্ভব না। দেখবেন গ্রামে এখন অনেক শোরুম হয়েছে যেখানে ফ্রিজ টিভি সহ বিভিন্ন ইলেকট্রিক জিনিসপত্র বিক্রি হয়। মন্ত্রী আরও বলেন, ফ্রিজ, মটরসাইকেল কিনতে ঢাকা যেতে হতো এখন কিন্তু যেতে হয় না। এর কারন হলো বিদ্যুৎ গ্রামের প্রতিটিস্থানে পৌছে গেছে এর জন্য আর শহরে যেতে হয় না। এই উন্নায়ন একমাত্র শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লীবিদ্যুৎতায়ন বোর্ডের সদস্য মো. আ: সামাদ, মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, জেলা পরিষোদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার সুব্রত কুমার হালাদার, মাদারীপুুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. সাওখায়াত হোসেন, মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবাইদুর রহমান খান প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment