বঙ্গবন্ধুর খুনিরাই জাতীয় চার নেতাকে হত্যা করে: এনামুল হক শামীম

বঙ্গবন্ধুর খুনিরাই জাতীয় চার নেতাকে হত্যা করে: এনামুল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি: আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, ৭৫’র ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে পরাজিত শক্তি প্রতিশোধ নিতেই জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যা করে। কারণ চারনেতাই বঙ্গবন্ধুর বিশ্বস্ত ছিল। তাই খুনি মোস্তাক ও জিয়ারাই তাদেরকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। তখন আধাঁরের আলো হয়ে বাংলাদেশে আসেন বঙ্গবন্ধু শেখ হাসিনা। শনিবার সকালে শরীয়তপুরের নড়িয়ায় উপজেলা মহিলা আওয়ামীলীগ আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নড়িয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জহির সিকদার, জেলার আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রনেতা আক্তারুজ্জামান জুয়েল। বক্তব্য রাখেন, পৌর কাউন্সিল সেলিনা আক্তার, নারী নেত্রী আসমা আক্তার প্রমূখ। এ সময় আওয়ামীলীগ ও মহিলা লীগ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মহিলা লীগের নেতাকর্মীদের নিয়ে নড়িয়া শহরে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকা মার্কার পক্ষে গণসংযোগ করেন শামীম।

এনামুল হক শামীম আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেলে পরিণত হয়েছে। শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই নারী উন্নয়নসহ সব ক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উন্নয়নের জন্য আন্তর্জাতিক নানা পদকে ভূষিত হচ্ছেন। এজন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment