বার্সেলোনার রোমাঞ্চকর জয়

বার্সেলোনার রোমাঞ্চকর জয়
লা লিগায় ভায়েকানোর বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। বার্সেলোনার হয় জোড়া গোল করেছেন সুয়ারেজ। অন্য গোলটি করেন ডেম্বেলে। ভায়েকানোর হয়ে একটি করে গোল করেন পোজো ও গার্সিয়া।

যেমনটা হয়েছে। এমনটা হওয়ার কথা ছিল না…

লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার মতো দলের কাছে ভায়েকানো তো উড়ে যাওয়ার কথা। সেটা তো হয়নি বরং নিজেদের মাঠে বার্সেলোনাকেই হারের শঙ্কায় ফেলে দেয় স্বাগতিকেরা। শনিবার রাতের ম্যাচে শেষ পাঁচ মিনিটের রোমাঞ্চে বার্সেলোনা ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

ম্যাচের একাদশ মিনিটেই প্রথম সুযোগ পায় বার্সেলোনা। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি সুয়ারেজ। জর্ডি আলবার বাড়ানো বল ছয় গজ দূর থেকে শট নিয়ে জালে জড়ান মেসবিহীন বার্সেলোনার জোয়াল বয়ে নেওয়া সুয়ারেজ। এরপর প্রথমার্ধের পুরো সময় বল দখলে এগিয়ে থাকলেও গোলমুখ খুলতে পারেনি বার্সা। উল্টো প্রথমার্ধেই গোল হজম করে বসে। ৩৫ মিনিটে ২৫ গজ দূর থেকে পোজোর নেওয়া শটে গোল পায় ভায়েকানো। সমতায় ফেরে স্বাগতিকেরা। ১-১ স্কোরলাইন নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে রাফানিয়া লক্ষ্যহীন শট নিলে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় বার্সেলোনা। তবে একই ভুল করেননি ভায়েকানোর গার্সিয়া। ৫৭ মিনিটে গার্সিয়ার গোলে ২-১-এ এগিয়ে যায় তাঁরা। গোল হজম করে টালমাটাল দশা হয়ে পড়ে বার্সেলোনার। ভালভার্দের শিষ্যরা খেলায় ফেরে শেষের দশ মিনিটে। ৮৭ মিনিটে ডেম্বেলের গোলে সমতায় ফেরে স্প্যানিশ জায়ান্টরা। বার্সা সমর্থকদের মনে তখন পয়েন্ট হারানোর ভয়। কারণ নির্ধারিত সময়ের খেলা শেষ। ম্যাচের ৯০ মিনিটে এসে জয় নিশ্চিত করেন প্রথমার্ধে দলকে এগিয়ে নেওয়া সুয়ারেজ। রবার্তোর বাড়ানো লম্বা ক্রস থেকে বল পান সুয়ারেজ। আড়াআড়ি শটে স্বাগতিকদের জালে বল জড়ান তিনি। ততক্ষণে অবশ্য জয় নিশ্চিত হয়ে গেছে বার্সেলোনার।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment