কলারোয়ায় অনানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ৫ দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের শুভ উদ্বোধন ।

 শফিকুর রহমান, কলারোয়া, সাতক্ষীরা :-

“শিক্ষা নিয়ে গড়ব দেশ,শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় অনানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতাধীন, মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ০৪|১১|২০১৮ তারিখ রবিবার রোববার বেলা সাড়ে ১১ টায় কলারোয়া আলিয়া মাদ্রাসার শ্রেণী কক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা প্রকল্প কর্মকর্তা শেফালী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব আর এম সেলিম শাহ্ নেওয়াজ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূর দৃষ্টি সম্পন্ন উদ্যোগে আমাদের সকলকে সহযোগিতা করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অনানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা জনাব হীরামন কুমার বিশ্বাস,কলারোয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী ও শিক্ষক বৃন্দ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাস্টার ট্রেইনার মোঃ তাজ উদ্দিন ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment