ঢাকার ধামরাইয়ে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের আট সদস্য আটক

ধামরাই থানা পুলিশ ছিনতাই কাজে ব্যবহার করা কয়েকটি ডিবি লেখা পোশাক, ওয়াকিটকি, হ্যান্ডক্যাপ,ডামি পিস্তল,একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার উদ্ধার করেন। ধামরাই, আশুলিয়া, সাভার থেকে ছিনতাই চক্রের আট সদস্যকে আটক করা হয় বলে জানান পুলিশ। ৩০ অক্টোবর ধামরাই থানার ডিস ব্যবসায়ী সাব্বির হোসেন ধামরাই বাজারে একটি বেসরকারী ব্যাংক থেকে সাড়ে ৩ লাখ টাকা তুলে মেক্সিযোগে বাড়ি ফিরছিল। ডিবি পুলিশ পরিচয় দিয়ে ১১ সদস্যর একটি ছিনতাইকারীদল তাকে কেলিয়া নামক স্থানে একটি মাইক্রোবাস মেক্সির গতিরোধ করে, সাব্বির হোসেন ও তার স্ত্রীকে নামিয়ে হ্যান্ডক্যাপ পড়িয়ে নিয়ে যায়। ছিনতাইকারীরা তাদের চোখ বেধে গাড়িতে তুলে ব্যাংক থেকে তোলা সাড়ে ৩ লাখ টাকা রেখে ধামরাই মহাশক্তি প্রেরণ কেন্দ্রের পাশে ফেলে রেখে যায়। একই রকম কৌশলে ২১অক্টোবর নয়ারহাট গনবিদ্যাপিটের শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকে আড়াই লাখ (ঘটনাস্থল-ইসলামপুরব্রীজ) ও করিম টেক্সটাইয়েলের শ্রমিক আশিকুজ্জামানের কাছ থেকে সোয়া লাথ টাকা (ঘটনাস্থল-ডাউটিয়া মাদ্রসার পাশে) ছিনিয়ে নেয়। ৩০ অক্টোবর ঘটনায় ছিনতাইয়ের শিকার সাব্বির হোসেন ধামরাই থানায় একটি অভিযোগ দিলে ধামরাই পুলিশ তদন্ত শুরু করেন। মহাসড়কের পাশে বিভিন্ন স্থাপনায় সিসি ক্যামেরার সাহায্যে ছিনতাই কাজে ব্যবহার করা মাইক্রোবাসটি সনাক্ত করেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই থানার পুলিশ ধামরাই-সাভার-আশুলিয়াসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের আট সদস্যকে আটক করা হয়েছে। জসিম উদ্দিন(৩২), আশরাফুল ইসলাম(৩৭ আলমগীর হোসেন, আলমগীর শেখ(৩৫), দেলোয়ার হোসেন(৪৫), মাসুম খান(৩৬) ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) সাইদুর রহমান (৫ নভেম্বর)বলেন এই চক্রটি ধামরাই , সাভার , আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন স্থানে মানুষকে ভয়ভীত দেখিয়ে টাকা ছিনতাইসহ নানা অপরাধ চালিয়ে যাচ্ছিলো।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment