নওগাঁর মান্দায় গৃহবধুকে জবাই করে হত্যা

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

নওগাঁর মান্দায় জিন্নাতুন বেগম (৪৩) নামে এক গৃহবধুকে জবাই করে হত্যা করেছে দূর্বত্তরা। সোমবার রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে। জিন্নাতুন উপজেলার গনেশপুর ইউনিয়নের গোল্লাপাড়া গ্রামের মজিবর রহমানের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, জিন্নাতুন ঢাকায় পোশাক কারখানায় কাজ করতেন। সে সুবাদে ঢাকায় এক বয়স্ক ব্যক্তির সাথে বিয়ে হয়। সেখানে আড়াই বছর সংসার করেন। এরপর গ্রামের বাড়িতে এসে বাবার জমিতে একঘর বিশিষ্ট একটি ইটের পাকা বাড়ি করে একাই বসবাস করতেন। কয়েক মাস থেকে ঢাকার স্বামী যোগাযোগ বন্ধ করে দেয় বলেও জানা গেছে। গতকাল মঙ্গলবার সকালে সকালে জিন্নাতুনের বাড়িতে তার ভাতিজি ফারজানা ফ্রিজে রাখা মাছ নিতে আসে। এসময় ফারজানা বাড়িতে এসে দেখেন মেঝেতে রক্তাত্ত গলাকাটা অবস্থায় জিন্নাতুনের পড়ে আছে। তার ডাক চিৎকারে গ্রামের লোকজন ছুটে আসে। পরে থানা পুলিশে সংবাদ দেয়া হয়। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্র্গে পাঠানো হয়েছে। তাকে পরিকল্পিত ভাবে জবাই করে হত্যা করা হয়েছে। এছাড়া শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার রাতের কোন এক সময় তাকে হত্যা করে দূর্বত্তরা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment