বান্দরবানে বাবার রানী আটক ‘৬৬৯১ পিছ ইয়াবাসহ’

 বান্দরবান প্রতিনিধি : বশির আহমেদ

পুলিশের দাবি, ওই সময় তার ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ছয় হাজার ৬৯১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। ছবি:) বান্দরবানে ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটকের দাবি করেছে পুলিশ। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। বুধবার সকালে শহরের বালাঘাটায় যাত্রী ছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম তোমোচিং মারমা (২৪)। তিনি রাঙামাটির কাউখালীর পশ্চিম সোনাইছড়ি গ্রামের বাসিন্দা।

 

 

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের বালাঘাটায় যাত্রী ছাউনির সামনে থেকে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা এক পাহাড়ি নারীকে আটক করেন। ওই সময় তার ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ছয় হাজার ৬৯১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন মজুমদার বলেন, ‘দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বান্দরবানে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা চালাচ্ছিল সংঘবদ্ধ একটি চক্র। মাদক নির্মূলে ডিবির সদস্যরা অভিযান চালিয়ে মারমা সম্প্রদায়ের পাহাড়ি এক তরুণীকে ইয়াবাসহ আটক করেছে। সংঘবদ্ধ চক্রটিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment