নৌকা প্রতীকে নির্বাচন করতে চায় জাসদ

নৌকা প্রতীকে নির্বাচন করতে চায় জাসদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে জোটবদ্ধভাবে নৌকা প্রতীকে নির্বাচন করতে চায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

রোববার সিইসির (প্রধান নির্বাচন কমিশনার) কাছে জাসদের সভাপতি হাসানুল হক ইনু স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

চিঠিতে সিইসির উদ্দেশ্যে বলা হয়, ‘আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনের মতোই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে।’

‘এমতাবস্থায় গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ২০ এর ১ এর (এ) ধারা অনুযায়ী ১৪ দলীয় জোটের শরিক দল হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও ১৪ দলীয় জোট মনোনীত অভিন্ন প্রার্থীদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত নির্বাচনী প্রতীক ‘নৌকা’ সংরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।’

চিঠির অনুলিপি ইসি সচিব ও ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম-সচিবের কাছেও পাঠানো হয়।

এদিকে, বিকল্পধারা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে জোটবদ্ধ দলগুলোর নির্বাচনে তাদের স্ব-স্ব মার্কা ব্যবহার বা একই মার্কার ব্যবহারে পরবর্তী নির্বাচনে প্রভাব ফেলবে কি না, এ বিষয়ে সচিবের কাছে এক চিঠির মাধ্যমে ব্যাখ্যা চায় এই জোট।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment