আখাউড়ায় মেধা বিকাশ প্রি-ক্যাডেট স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ মোজাম্মেল ভূঁইয়া, আখাউড়া প্রতিনিধিঃ- ১৭ নভেম্বর ২০১৮.
আখাউড়ায় মেধা বিকাশ প্রি-ক্যাডেট স্কুল এ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, বার্ষিক মিলাদ, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল শুক্রবার সকালে বিদ্যালয় মাঠে দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে এ বছরে প্রাথমিক শিক্ষা সমাপনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিগত তিন বছরের প্রাথমিক শিক্ষা সমাপনীতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়াও  প্রাথমিক শিক্ষা সমাপনীতে উপজেলায় শ্রেষ্ঠ হওয়ায় অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান খান রবিনসহ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের ক্রেস্ট দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি উম্মে শবনম মোস্তারী মৌসুমী বলেন, শিশুদেরকে আনন্দের মাঝে বেড়ে উঠার সুযোগ দিতে হবে। তদের উপর কোনো প্রেশার দেয়া যাবে না। শিশুরা যে যেটায় ভালো মনে করবে সেটাতেই তাকে মনযোগি করে তুলতে হবে। এক কথায় শিশুদেরকে নিজের মতো করে বড় হতে সুযোগ করে দিতে হবে
বিদ্যালয়ের অধ্যক্ষ সাংবাদিক জহিরুল ইসলাম সাগর এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া নারী জাগরণী সংঘের সভাপতি এডভোকেট উম্মে শবনম মোস্তারী মৌসুমী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, নবীগঞ্জ উপজেলা সমবায় এর সহকারী পরিদর্শক প্রদ্যোৎ জ্যোতি দাশ, ঢাকা সজীব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর প্রজেক্ট ইঞ্জিনিয়ার রিটন মজুমদার, সাংবাদিক জালাল হোসেন মামুন প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment