পটুয়াখালীর কলাপাড়ায় বিপুল পরিমান জাটকা জব্দ

 মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি,১৯ নভেম্বর।।

পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় ১০০মন জাটকা ইলিশ জব্দ করেছে পায়রা বন্দর কোষ্টগার্ড। সোমবার সকালে এমভি নবনিতা নামের একটি লঞ্চ যোগে মৌডুবী থেকে গলাচিপায় এই মাছ নেয়া হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ড’র সদস্যরা ওই লঞ্চে অভিযান চালিয়ে ককসেট বোঝাই বিপুল পরিমানের এ জাটকা জব্দ করে। অভিযানের টের পেয়ে পাচারকারীরা সটকে পরলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে কোষ্টগার্ড’র সদস্যরা জানান। কোষ্টগার্ড সূত্রে জানা গেছে, উপজেলার রাবনাবাদ নদীর মোহনা থেকে জব্দকৃত ওই মাছ বিভিন্ন এতিমখানাসহ হতদরিদ্র মানুষের মাঝে বিতরন করা হয়েছে। এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অনুপ দাস, পায়রা বন্দর কোষ্টগার্ড’র কন্টিজেন্ট কমান্ডার খন্দকার মনিরুজ্জামান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আনোয়ারুল হক বাবুল সহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পায়রা বন্দর কোষ্টগার্ড’র কন্টিজেন্ট কমান্ডার খন্দকার মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। এসময় মাছের সাথে কাউকে আটক করা যায়নি বলে তিনি জানিয়েছেন। ###

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment