আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়ে ‘সবার প্রিয় এবি’

আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়ে 'সবার প্রিয় এবি'

বাংলা ব্যান্ড সংগীত জগতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়ে নতুন একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। সজীব দাসের সুর ও সংগীতে মোহাম্মদ মামুনুল ইসলাম গাওয়া গানটির কাজ শেষ হয়েছে। এখন চলছে গানটির মিক্সিং ও মাস্টারিং এর কাজ।

‘তুমি আছো, তুমি থাকবে, থাকবে এলআরবি, সেই রুপালী গিটার ফেলে, অসময়ে কাদায় ছবি’- এমন কথামালায় গানটি লিখেছেন আশিক বন্ধু। জানা গেছে, সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সিডি প্লাসের ব্যানারে গানটির অডিও-ভিডিও আগামী সপ্তাহে অবমুক্ত করা হবে।

বাংলাদেশের ব্যান্ড সংগীত জগতে গিটার ও গানের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন আইয়ুব বাচ্চু। গানের পাশাপাশি গিটারেও ভক্তদের মাত করেছেন তিনি।

আইয়ুব বাচ্চুর গাওয়া ‘রূপালি গিটার’, ‘রাত জাগা পাখি হয়ে’, ‘মাধবী’, ‘ফেরারি মন’, ‘এখন অনেক রাত’, ‘ঘুমন্ত শহরে’, ‘বার মাস’, ‘হাসতে দেখ’, ‘উড়াল দেব আকাশে’। ‘কষ্ট পেতে ভালোবাসি,’ ‘সেই তুমি কেন অচেনা হলে’, ‘একদিন ঘুম ভাঙ্গা শহরে’, ‘মেয়ে ও মেয়ে’, ‘কবিতা সুখ ওড়াও’, ‘এক আকাশ তারা’ গানগুলো ঘুরেছে মানুষের মুখে মুখে।

প্রসঙ্গত, চলতি বছরের ১৮ অক্টোবর রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন দেশের অন্যতম শীর্ষ জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment