জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি ব্যবসা প্রতিষ্টান পুড়ে ছাঁই

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

জগন্নাথপুর উপজেলা সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরো দুইটি দোকান। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত প্রায় তিন ঘটিকার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর তীরবর্তী জগন্নাথপুর সদর পুরান বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের লেলিহান শিখা স্থানীয়রা দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালান।এবং এলাকার মসজিদের মাইকে আগুনের লাগার সংবাদ পেয়ে শত শত জনসাধারণ ঘটনাস্থলে ছুটে আসেন।এ ছাড়াও খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।প্রায় দুই ঘন্টা ব্যাপী স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের লোকজন ও পুলিশ প্রশাসনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।ততক্ষণে ব্যবসায়ী রতিশ দাশের ডিমের দোকান, নজির মিয়ার জুতার দোকান ও আলীনুর মিয়ার পোষ্টার এর দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরো দু’টি ব্যবসা প্রতিষ্ঠান। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান এর ব্যবসায়ীরা জানান, এই অগ্নিকান্ডে তাদের প্রায় ১৫/১৬ লাখ টাকার ক্ষয় -ক্ষতি হয়েছে। আগুনের সুত্রপাত কিভাবে হলো তা জানাযায়নি। জগন্নাথপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নব কুমার “দৈনিক আগামীর সময় “কে জানান,খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হলেও ততক্ষনে তিনটি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। আশ- পাশে পানির সংকট থাকার ফলে অভিযানে কিছু সময় বিঘ্নিত হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment