বরেন্দ্র রেডিও”তে অনুষ্ঠিত হয়েছে আর্থিক স্বয়ম্ভরতা ও করণীয় শীর্ষক কর্মশালা

 স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

নওগাঁয় রেডিও স্টেশনে আর্থিক স্বয়ম্ভরতা ও করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফ্রি প্রেস আনলিমিটেড এর অর্থায়নে ও বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন এর সহযোগীতায় শুক্রবার সকাল ১০টায় বরেন্দ্র রেডিওর হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বরেন্দ্র রেডিওর স্টেশন ম্যানেজার সুব্রত সরকার। উক্ত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ফ্রিল্যান্স কনসালটেন্ট জেড. আই. ফারুক। এসময় বরেন্দ্র রেডিওর উপদেষ্টা কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক এ্যাড.শেখ আনোয়ার হোসেন , মুক্তিযোদ্ধা এবিএম রফিকুল ইসলাম ,বরেন্দ্র রেডিও”র চীফ প্রোগ্রাম প্রোডিউসার ও সিনিয়র রিপোর্টার রিফাত হোসাইন সবুজ, বিএনএনআরসি’র প্রোগ্রাম অফিসার জ্যানেট শাপলা চৌধুরী, চীফ নিউজ এডিটর শাহরীনা সুলতানা জুঁই, প্রোগ্রাম প্রোডিউসার নাজনীন নাহার শিমু, শারমিন শশী রিপোর্টার সুব্রত কিশোর হালদার, নিউজরুম এডিটর মো:আরাফাত রহমান, টেকনিকাল ইনচার্জ কাজী রাকিবসহ মোট ২০ জন সম্প্রচার কর্মী অংশগ্রহণ করে। কর্মশালায় কমিউনিটির রেডিওর আর্থিক স্বয়ম্ভরতা ও করনীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment