ঢাকা জেলা হবে উন্নয়নের রোল মডেল – চেয়ারম্যান মাহবুবুর রহমান

 নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বলেছেন, আগে উন্নয়নের জন্য পদস্থদের পিছে ঘুরতে হতো। এখন আমি এলাকার উন্নয়নের জন্য আপনাদের পিছে ঘুরি। জননেত্রী শেখ হাসিনা আমাকে ঢাকা জেলার উন্নয়নের দায়িত্ব দিয়েছেন বলেই তা সম্ভব হয়েছে। আগামী তিন বছর এ উন্নয়ন অব্যাহত থাকলে ঢাকা জেলা হবে সারাদেশের মধ্যে উন্নয়নের রোল মডেল। শনিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুক্তিযোদ্ধা কে এস আলম পোখরাজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মাহবুবুর রহমান বলেন, স্বাধীনতা পরবর্তী ২৬ বছরের সরকার দেশে যে উন্নয়ন হয়েছেন। তার চেয়েও উন্নয়ন হয়েছে গত ১০ বছরে আওয়ামীলীগ সরকারের আমলে। জননেত্রী শেখ হাসিনা আমাকে ঢাকা জেলার উন্নয়নের দায়িত্ব দিয়েছেন। আশাকরছি আগামী তিন বছরে ঢাকা জেলায় মানুষ পায়ে হাটে এমন একটি সড়কও কাঁচা থাকবে না। মাহবুবুর রহমান আরও বলেন, আর এ উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ফের রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। তবেই এ উন্নয়ন অব্যাহত রাখা সম্ভব। অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমু, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো শাহজাহান মোল্লা, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ, আওয়ামীলীগ নেতা- ডা. হান্নান, মীর কাসেম মীরা, মো. ইব্রাহীম খলিল, নাসির উদ্দিন পান্নু, সামছুল হক, সুকুমার হালদার, নাসির উদ্দিন, মো. সাহাবুদ্দিন, মিজানুর রহমান গুল্লু, তৌহিদ চৌধুরী, বাসার মৃধা, জসিম উদ্দিন, দোহার উপজেলা যুবলীগের সভাপতি মোহা. আলমাচ উদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, ছাত্রলীগ নেতা- আওলাদ হোসেন, মোশারফ হোসেন শান্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment