ছাগলনাইয়ায় গাঁজা সহ চট্রগ্রামের মাধু আটক যতীন্দ্র সূত্রধর,

 ছাগলনাইয়া (ফেনী)

ছাগলনাইয়া থানাধীন দৌলতপুর এলাকা হইতে দুই কেজী গাঁজা সাহিদুল ইসলাম প্রকাশ মাধু (২৮) কে ২৪ নভেম্বর সন্ধ্যায় সাড়ে ৬ টা ছাগলনাইয়া থানার এসআই মোঃআলমগীর হোসেন,এএসআই জাহাঙ্গীর আলম,এএআই সুজন তালুকদার,এএসআই দেলোয়ার হোসেন সহ পুলিশে একটি দল আটক করে। আটকৃত মোঃ সাহিদুল ইসলাম চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড়(দরবার টিলা) গ্রামের মৃত জহিরুল হকের পুত্র। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ এমএম মুশের্দ পিপিএম মাদক ব্যবসায়ী মোঃ সাহিদুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করেন। এব্যপারে অত্র থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই আলমগীর হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment