রাজনীতি ও খেলা নিয়ে যা বললেন মাশরাফি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা রাজনীতিতে নাম লেখানোয় দেশজুড়ে শুরু হয়েছে আলোচনা। কেউ কেউ অবশ্য সমালোচনাও করছেন। প্রশ্ন তুলেছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাঁর খেলা নিয়েও। আর ২০১৯ সালের বিশ্বকাপে খেলবেন না কি রাজনীতি করবেন সে হিসাবও অগ্রিম কষছেস অনেকেই। তবে সব প্রশ্নেরেউত্তর দিলেন মাশরাফি নিজেই। রবিবার (২৫ নভেম্বর) রাত ৯ টায় মাশরাফি তাঁর ব্যক্তিগত ফেসবুক একাউন্টে সুবিশাল স্টাটাস দিয়ে ব্যাখ্যা করেছেন নিজের রাজনৈতিক ও ক্রিড়া পরিকল্পনা।

মাশরাফির দেয়া ফেসবুক স্ট্যাটাসটি ব্রেকিংনিউজের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘২০০১, ক্রিকেটের আঙিনায় পথচলা শুরু। আজ ২০১৮। এই প্রায় দেড় যুগে ক্রিকেট যা খেলেছি, জীবন দিয়ে খেলেছি। কখনও আপোস করিনি। আগামী বিশ্বকাপ পর্যন্ত আপোস করতেও চাই না। বাকিটা মহান আল্লাহর ইচ্ছা।

রাজনীতির তাড়না আমার ভেতরে ছিলই। কারণ, সবসময় বিশ্বাস করেছি, রাজনীতি ছাড়া দেশের উন্নয়ন জোরালোভাবে সম্ভব নয়। ক্রিকেট খেলেছি, আপনাদের ভালোবাসা পেয়েছি। নাহলে হয়তোবা ২০১১ সালেই হারিয়ে যেতাম। এই মাশরাফিই হয়তো এতদিনে থাকতো না। ২০১১ সালে আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা আমাকে এই সাত বছর চলতে সহায়তা করেছে। এবার আমার সামনে সুযোগ এসেছে আমার দেশের মানুষের জন্য কিছু করার। বিশ্বকাপের পরের সাড়ে চার বছর আমার জন্য কী অপেক্ষায় আছে, সেটাও জানি না। তাই আমি সময়কে মূল্যায়ন করেছি। সময়ের ডাক শুনেছি। কারণ আমি বিশ্বাস করি, সময়ের কাজ সময়েই করা উচিত।

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment