ধানের শীষে লড়বেন জামায়াতের ২৫ প্রার্থী

ধানের শীষে লড়বেন জামায়াতের ২৫ প্রার্থী

আদালতের রায়ে নিবন্ধন হারানো জামায়াতে ইসলামী আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছে। গতকাল পর্যন্ত ২৫টি আসনে দলটির নেতারা মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া স্বতন্ত্র হিসেবে আরো কিছু প্রার্থী মনোনয়ন দাখিল করে রেখেছেন। শেষ পর্যন্ত সমঝোতা হবে এমন আশা করছে দলটি।
বিষয়টি নিশ্চিত করে দলের কর্মপরিষদ সদস্য এস এম সানাউল্লাহ বলেন, সরকার কোর্টকে প্রভাবিত করে অবৈধভাবে জামায়াতের নিবন্ধন বাতিল করেছে। আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। তিনি জানান, আমাদের ২৫ জন প্রার্থীকে ধানের শীষে মনোনয়নপত্র জমা দেয়ার জন্য বলা হয়েছে। আরো কয়েকটি আসন নিয়ে আলোচনা চলছে।

তবে নির্বাচনী প্রতীক ধানের শীষই থাকছে।

জামায়াত সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৫টি আসনে জামায়াতের প্রার্থী বিএনপি হয়ে মনোনয়ন দাখিল করেছেন। আসনগুলো হলো মাওলানা আবদুল হাকিম ঠাকুরগাঁও-২, মাওলানা মোহাম্মদ হানিফ দিনাজপুর-১, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম দিনাজপুর-৬, মনিরুজ্জামান মন্টু-৪, নীলফামারী-২, মোহাম্মদ আজিজুল ইসলাম- নীলফামারী-৩, অধ্যাপক গোলাম রব্বানী রংপুর-৫, মাজেদুর রহমান সরকার গাইবান্ধা-১, মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ-৪, মাওলানা ইকবাল হুসাইন পাবনা-৫, অধ্যাপক মতিয়ার রহমান ঝিনাইদহ-৩, আবু সাঈদ মুহাম্মদ শাহাদাত হোসাইন যশোর-২, অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ বাগেরহাট-৩, অধ্যাপক আবদুল আলীম বাগেরহাট-৪, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনা-৫, মাওলানা আবুল কালাম আযাদ খুলনা-৬, আবদুল খালেক সাতক্ষীরা-২, মুফতি রবিউল বাশার সাতক্ষীরা- ৩, গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা-৪, শামীম সাঈদী পিরোজপুর-১, ডা. শফিকুর রহমান ঢাকা-১৫, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী সিলেট-৫, মাওলানা হাবিবুর রহমান সিলেট-৬, ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের কুমিল্লা-১১, আ ন ম শামসুল ইসলাম চট্টগ্রাম-১৫ ও হামিদুর রহমান আযাদ কক্সবাজার-২। এসব আসনের বিষয়ে বিএনপি চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে। তবে আরো ৮টি আসনের ব্যাপারে দরকষাকষি করছে। তবে আরো ৪টি আসনের ব্যাপারে এখন আশাবাদী দলটি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত এজন্য অপেক্ষা করতে চাইছে দলটি।

জামায়াত নেতারা জানান, দলের স্বকীয়তা বজায় রাখতে স্বতন্ত্রভাবে নির্বাচন করার সিদ্ধান্ত ছিল। কিন্তু বাস্তব পরিস্থিতি, রাজনৈতিক কৌশল ও প্রার্থীদের নানা হয়রানি থেকে রেহাই পেতে শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নেতারা জানান, জামায়াতের তৃণমূলের নেতাকর্মীরাও চান ধানের শীষ বিএনপি ও চাচ্ছিল জামায়াত ধানের শীষে নির্বাচন করুক। এসব বিষয় মাথায় রেখেই ধানের শীষের প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত হয়। সম্প্রতি ২০ দলীয় জোট বৈঠকে জামায়াতের স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার নানা অসুবিধার কথা বলে নেতারা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment