আশুলিয়ার ইয়ারপুরে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে হত্যা মামলার আসামী নিহত

মোহাম্মদ আব্দুস সালাম (রুবেল)

ঢাকার আশুলিয়া থানার মেহেদি হাসান টিটু হত্যা মামলার মুল ঘাতক পুলিশের সাথে বন্দুক যুদ্ধে গতকাল রাত ২ ঘটিকার সময় আশুলিয়া ইয়ারপুর মুন্নার আম বাগানে নিহত হয় বলে জানান আশুলিয়া থানা পুলিশ। ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। নিহত বাবলুর দেহে তিনটি গুলির চিহ্ন রয়েছে বলে পুলিশ জানান। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ভোরে আশুরিয়ার ইয়ারপুর মুন্নার আম বাগানে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। গত ১২ নভেম্বর আশুলিয়া মেহেদি হাসান টিটু নামের এক পোশাক শ্রমিক কে সাত টুকরো করে হত্যা মামলার মুল ঘাতক বাবলু কে গতকাল রাত ২ টার দিকে পুলিশ গ্রেপ্তার করতে গেলে পুলিশের উপর সন্ত্রাসী বাবলু বাহিনীর সদস্যরা গুলি চালায় পুলিশ ও পাল্টা গুলি চালালে গুলি বিদ্ধ হয় বাবলু। বাবলু কে উদ্ধার করে পুলিশ সাভার সরকারী হাসপাতালের জরুরী বিভাগের নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত বাবলু হোসেন মুন্সী। সে বরগুনা জেলার সোনাতলা থানার টেকনি গ্রামের বাবর আলী মুন্সীর ছেলে। আশুলিয়ার থানার উপপরিদর্শক মনিরুজ্জামান মোল্লা বলেন গতকাল রাত ২ ঘটিকার সময় বাবলুকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ কে লক্ষ করে গুলি চালায় সন্ত্রাসীরা, পুলিশ ও পাল্টা গুলি চালালে বাবলু গুলি বিদ্ধ হয় তাকে উদ্ধার করে সাভার সরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারা মৃত ঘোষণা করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment