কুড়িগ্রামে দারিদ্র বিমোচনে পরিত্যক্ত ভূমিতে বাসক চারা রোপন

কুড়িগ্রামে দারিদ্র বিমোচনে পরিত্যক্ত ভূমিতে বাসক চারা রোপন

 মমিনুল ইসলাম বাবু কুড়িগ্রাম প্রতিনিধি:

৩০-১১-১৮ কুড়িগ্রামে দারিদ্র বিমোচনে পরিত্যক্ত ভূমিতে বাসক চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের বাসস্ট্যান্ড-সার্কিট হাউজ সড়কে চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন। এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মুন্সী রফিউল আলম। জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা ও ফুলবাড়ীতে মোট সাড়ে ৭ হাজার চারা রোপন করা হবে। সদরে চারা রোপন কর্মসূচিতে সদর ইউএনও আমিন আল পারভেজের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড: মোস্তাফিজুর রহমান প্রধান, সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এড.আহসান হাবীব নীলু কুড়িগ্রাম। চারা রোপনে স্বপ্ন প্রকল্পের নারীরা সহযোগিতা করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment