টঙ্গী ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে: নবাবগঞ্জে ওলামায়ে কেরাম ও আলেমদের সংবাদ সম্মেলন

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন হকপন্থী আলেম সমাজ। সোমবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। ওলামায়ে কেরামগণ জানান, আগামী ১৮,১৯,২০ জানুয়ারী তাবলীগ জামায়াতের সবচেয়ে বড় দ্বীনের দাওয়াতী কাজ বিশ্ব ইজতেমাকে সামনে রেখে তাবলীগের সাথীরা ১ ডিসেম্ভর টঙ্গী ইজতেমা ময়দানের প্রস্তুতি কাজ করছিলেন। ওই দিন সকাল সাড়ে ১১টার দিকে শরিয়ত বিরোধী মাওলানা সা’দের অনুসারীরা সাথীদের ওপর নির্মমভাবে হামলা চালায়। এতে ময়দানে মেহনতকারী তাবলীগের অনেক সাথীর রক্তপাতসহ হতাহতের ঘটনা ঘটে। এর প্রতিবাদে নবাবগঞ্জ উপজেলার ওলামায়ে কেরামগণ এ সংবাদ সম্মেলন করছেন। সংবাদ সম্মেলনে মুফতি হায়াত মাহমুদ জাকির লিখিত বক্তব্যে বলেন, প্রায় বিশ বছর ধরে হযরত ইলিয়াছ রহ.হযরতজী, ইউসুফ রহ. হযরতজী, এনামুল হাসান রহ. থেকে শুরু করে দাওয়াত ও তাবলীগের কাজ সুষ্ঠু ও সুন্দর ভবে পরিচালিত হয়ে আসছিল। তাদের ইন্তেকালের পর হঠাৎ করে মাওলানা সা’দ সাহেব নিজেকে বিশ্ব আমির দাবী করে বিভিন্ন সময়ে কোরআন সুন্নাহ বিরোধী এমন কিছু বক্তব্য অব্যাহত রাখছেন যা সুন্দরতম কাজের মাঝে মতবিরোধ দেখা দেয়। আলেমগণ আরো বলেন, হকপন্থী সকল ওলামায়ে কেরামগণ সিদ্ধান্ত নেন যে মাওলানা সা’দ শরিয়ত বিরোধী বক্তব্য প্রত্যাহার ও দারুল উলুম মাদ্রাসার দেওবন্দের আস্থা অর্জন না করা পর্যন্ত বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের কাজের ক্ষেত্রে তার কোন সিদ্ধান্ত কার্যকর হবে না। যার ফলে বাংলাদেশে দাওয়াত ও তাবলীগী সাথীদের মাঝে বিভক্তি ঘটে। এরপর থেকে মাওলানা সা’দ অনুসারী ওয়াসিমুল ইসলাম ও সাহাবুদ্দিন নাসিমের নেতৃত্বে তৎপর হয়ে ওঠে এবং তারা ওলামায়েকেরামগণ ও আলেম এবং তাবলীগের সাথীদের বিভিন্ন জায়গায় মারমুখী আচরণ করতে থাকে এবং তারই ধারাবাহিকতায় গত ১ ডিসেম্ভর মাসে টঙ্গী ময়দানে তাবলীগের সাথীদের উপর বর্বরোচিত হামলা চালায়। তাদের এ রকম নজিরবিহীন তান্ডবের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা কওমী মাদ্রসা ও ওলামা পরিষদের সভাপতি মুফতি মো জাকির হোসেন, মুফতি মীমানুর রহমান, আব্দুল আলীম, মাওলানা নুরুল আলম আতিকি, আনোয়ার হোসেন তাবলীগী সাথী মীর আরিফ, ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল প্রমূখ। এর আগে সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনের কাছে স্মারকলিপি প্রদাণসহ রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে এঘটনার প্রতিবাদ জানান।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment