ছাতকে আবারো চুরি সংঘটিত নগদসহ লক্ষাধিক টাকার মালামাল খোয়া

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ

ছাতকে আবারো দু’টি দোকানে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ টাকাসহ লক্ষাধিক টাকা মুল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার রাতে শহরের কালীবাড়ী রোডের দু’টি দোকানে এ চুরি সংঘটিত হয়। মঙ্গলবার রাতে শহরের মাছবাজার গলি থেকে ১২টি মোবাইল সেটসহ রাজু আহমদ(২৫) নামের এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। সে গোয়াইনঘাট উপজেলার বলগ্রাম গ্রামের রহমত আলীর পুত্র। তার কাছ থেকে ১২ টি মোবাইল সেটসহ প্লাস, রেঞ্জ ও চুরি করার যাবতীয় সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। গত দু’সপ্তাহের মধ্যে মন্দিরসহ শহরের বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে চুরি সংঘটিত হয়েছে। স্থানীয় একটি র্চো#৩৯;চক্রের সাথে বহিরাগত চোর সংঘবদ্ধ হয়ে শহরে ঘন-ঘন এসব চুরির ঘটিয়ে যাচ্ছে। এলাকার চিহ্নিত চোরদের গ্রেফতার করে জেল হাজাতে পাঠাতে পারলে শহরে চুরি অনেকটা নিয়ন্ত্রনে আসবে বলে অনেকেই মন্তব্য করেছেন। মঙ্গলবার রাতে শহরের কালীবাড়ী রোডের মুক্তিযোদ্ধা মার্কেটের সুমন দাসের মা জননী টেলিকমের টিনের চালা ও দোকানের প্লাষ্টিকের ছাদ খুলে দোকানে প্রবেশ করে দোকানের ৪৫টি নতুন মোবাইল সেট, নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এসময় চোরেরা ঘরে থাকা সিসি ক্যামেরা সংযোগ খুলে মেঝেতে ফেলে রাখে। একই সময় পাশের সনজিত দের সিটি ফার্ম্মেসীতে একই কায়দায় প্রবেশ করে ক্যাশ ভেঙ্গে নগদ টাকাসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এর আগে ২৬ নভেম্বর একই এলাকার দুটি বাসা ও একটি দোকানে চুরি সংঘটিত হয়। শহরের মন্ডলীভোগস্থ রামকৃষ্ণ সেবাশ্রমের দ্বিতীয় তলার একটি বাসা থেকে চোরেরা দুটি মোবাইল ফোনসহ নগদ ২৫ হাজার টাকা, গৌতম ঘোষের দোকানের ভেন্টিলেটার ভেঙ্গে দোকানের ক্যাশ থেকে নগদ ৯ হাজার টাকা, বিভিন্ন ব্রান্ডের সিগারেট, দুধসহ অর্ধলক্ষাধিক টাকার মুল্যবান পণ্য চুরি করে নিয়ে যায় চোরেরা। একই রাতে উপজেলা পরিষদ এলাকায় সাংবাদিক আব্দুল আলিমের বাসা দুটি মোবাইল ফোনসহ নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এর কয়েক দিন আগে শিববাড়ি মন্দিরে ও কনকচাঁপা খেলাঘর আসরে চুরি সংঘটিত হয়। চোরেরা শিববাড়ি মন্দিরের একটি কক্ষ থেকে রান্না করার হান্ডি-বাসন, পূজায় ব্যবহৃত কাঁসার থালা-বাসন চুরি করে নিয়ে যায়। বাগবাড়িস্থ কনকচাঁপা খেলাঘর আসর কার্যালয়ের দরজার দুটি তালা ভেঙ্গে চোরের আসবাবপত্র তছনছ করেছে। ঘন-ঘন চুরির ঘটনায় শহরের ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করছে। চুরি রোধ করতে পুলিশের টহল বৃদ্ধি করার দাবী জানিয়েছেন ব্যবসায়ী ও শহরের বাসিন্দারা। ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, মঙ্গলবার রাতে মোবাইল সেটসহ এক চোরকে গ্রেফতার করা হয়েছে। চুরির ঘটনায় এখনো কোন অভিযোগ পাননি তিনি।##

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment