পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন

পটুয়াখালী প্রতিনিধি:

নারীর কথা শুনবে বিশ্ব, কমলা রঙে নতুন দৃশ্য- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০১৮। কলাপাড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা আস্থা প্রকল্প সুশীলন সহযোগীতায় মানববন্ধন, আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১১টায় উপজেলা চত্তরে ঘন্টাব্যাপী মানববন্ধর পালন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলানায়তনে সুশীলনের আয়োজনে উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. বিলকিস জাহান, কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. তাসলিমা আক্তার, আস্থা প্রকল্প সুশীলন’র পটুয়াখালী’র প্রোজেক্ট কো-অর্ডিনেটর মোসা. হাসিনা পারভীন, ইউএনএফপিএ ডিস্ট্রিক্ট ফেসিলেটেটর মো. সামিউল আলম। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তানভীর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল,আস্থা প্রকল্প সুশীলনের কলাপাড়ার সোস্যাল মোবিলাইজেশন অফিসার মো.কাওছার ইসলাম, কেইস ম্যানেজার আস্থা প্রকল্প সুশীলন কলাপাড়া মোসা. নাজমা খানমসহ ১০টি ইউনিয়নের আস্থা প্রকল্প সুশীলন কেইস ওয়ারর্কার, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও গনমাধ্যমকর্মী।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment