ঢাকা-২০ আসনে বৈধতা পেলেন বিএনপির তমিজ উদ্দিন

নির্বাচন কমিশনের শুনানিতে মনোনয়নের বৈধতা পেয়েছেন ঢাকা-২০ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তমিজ উদ্দিন।

বৃহস্পতিবার সকাল ১০টায় ইসি ভবনে অবস্থিত ট্রায়াল রুমে শুনানি শুরু হয়। শুনানিতে মনোনয়নের বৈধতা পান তিনি।

ধামরাই উপজেলা চেয়ারম্যান পদ ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিতের জন্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদনপত্র জমা না দেওয়ার কারণে তার মনোনয়ন বাতিল করা হয় বলে জানা যায়।

এই আসনে ১০ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছিলেন। এদের মধ্যে যাচাই-বাছাই শেষে বিএনপির তমিজ উদ্দিন ও সুলতানা আহমেদসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

এই আসনে বাতিল বাকি প্রার্থীরা হলেন- জাকের পার্টির দোলন ইসলাম, গণফোরামের জালাল উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান।

তবে আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী বেনজির আহমেদ ও বিএনপির ব্যারিস্টার জিয়াউর রহমান খান প্রার্থী হিসেবে আগেই বৈধতা পেয়েছেন।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment