দ্বিতীয় দিনে বৈধতা পেলেন যারা (চলমান)

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া মনোনয়ন প্রত্যাশীদের করা আপিলের পক্ষে-বিপক্ষে শুনানি দ্বিতীয় দিনের মতো চলছে। শুক্রবার সকাল ১০টায় নির্বাচন কমিশনের (ইসি) অস্থায়ী এজলাসে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়।

পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ শুক্রবার আপিল তালিকার ১৬১ থেকে ৩১০ পর্যন্ত শুনানি হবে।

সর্বশেষ খবর অনুযায়ী আজ যারা বৈধতা পেয়েছেন তারা হলেন-

ব্রাক্ষ্মণবাড়িয়া-৪ মুসলিম উদ্দিন, চট্টগ্রাম-৭ মো. আবু আহমেদ হাসনাত, ব্রাক্ষ্মণবাড়িয়া-৬ আব্দুল খালেক, ব্রাক্ষ্মণবাড়িয়া-৬ মোহাম্মদ জিয়া উদ্দিন, চট্টগ্রাম-৮ হাসান মাহমুদ চৌধুরী, কুমিল্লা-১ মো. আলতাফ হোসাইন, চাঁদপুর-৫ খোরশেদ আলম, ব্রাক্ষ্মণবাড়িয়া-২ মো. গিয়াস উদ্দিন, বরিশাল-২ একে ফয়জুল হক, পটুয়াখালী-১ আব্দুর রশিদ, বরিশাল-১ মো. বাদশা মিয়া, বরগুনা-১ মো. মতিউর রহমান তালুকদার, ভোলা-১ গোলাম নবী আলমগীর, বরিশাল-২ মাসুদ পারভেজ (জাপা চিত্রনায়ক), ঝালুকাঠি-১ বজলুল হক হারুন, পটুয়াখালী-২ শহিদুল আলম তালুকদার, বরিশাল-৬ নাসরিন জাহান রতনা, ব্রাক্ষ্মণবাড়িয়া-২ মো. ছাইফুল্লাহ (হুমায়ুন মিয়া), বরিশাল-৪ মেজবা উদ্দিন ফরহাদ, পিরোজপুর-৩ রুস্তম আলী ফরাজী, বরিশাল-২ সৈয়দ রুবিনা আক্তার এবং ভোলা-৪ আব্দুল্লাহ আল জ্যাকব।

এর আগে গতকাল বৃহস্পতিবার ১ থেকে ১৬০ পর্যন্ত আপিলের শুনানি হয়। এতে ৮০ জন তাদের প্রার্থিতা ফেরত পান। এর মধ্যে বিএনপির ৩৮ এবং আওয়ামী লীগের একজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মোট ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। গত ২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের পর নানা কারণে ৭৮৬টি বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।

এদের মধ্যে ৫৪৩ জন তাদের প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন।

উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। আর ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment