দোহারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

 দোহার(ঢাকা)প্রতিনিধি:

ঢাকার দোহার উপজেলার মনি বেগম (২৬) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পিতার অভিযোগে গতকাল রোববার সকালে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মিডফোর্ড মর্গে প্রেরন করেন।নিহত মনি উপজেলার মইতপাড়া গ্রামের মামেদ আলীর স্ত্রী এবং একই গ্রামের আমির আলী মোল্লার মেয়ে। পুলিশসুত্রে জানা যায়,গত শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মইতপাড়া নিবাসী মনি আক্তারের অচেতন অবস্থায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।সংবাদ পেয়ে দোহার থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে সুরহহাল তৈরী করেন।সাইনপুকুর তদন্তের কেন্দ্রের এস.আই মোহাম্মদ রনি জানান,নিহতের পিতা বাদি হয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকে মনির স্বামী মামেদ আলী পলাতক রয়েছে। স্থানীয়রা জানায়,গত শনিবার বিকেল থেকে মনি আক্তারের ঘরের বাইরে থেকে তালা মারা ছিল।অজ্ঞাত মানুষের মুখে জানতে পেরে নিহত মনির মাসহ স্থানীয়রা স্বামীর ঘরের তালা ভেঙ্গে ভিতর খেকে লাশ উদ্ধার কওে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, সাজ্জাদ হোসেন জানান,ঘটনাস্থালে গিয়ে ও লাশের সুরতহাল করে লাশের ময়না তদন্তের জন্য ঢাকা মিডফোড হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment