ইসরাইল-ফিলিস্তিন গোলাগুলি

ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে এক বন্দুকধারীর গুলিতে দুই ইসরাইলি নিহত হন। বৃহস্পতিবার ইহুদি বসতি ওফরাতে এ গুলির ঘটনায় আরও দুজন আহত হন।

ইসরাইলের সেনাবাহিনী টুইটারে জানায়, এক ফিলিস্তিনি আমাদের বাসে হামলা চালিয়ে দুজনকে হত্যা করেছে। ইসরাইলের মাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সেবার প্রধান এলি বিন দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হারেৎজ পত্রিকা জানায়, এক ব্যক্তি গাড়ি থেকে নেমে গুলি করে পালিয়ে গেছে।

বুধবার রাতে ইসরাইলি সেনারা পশ্চিম তীরের রামাল্লায় দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে। রোববার ওফরায় গাড়ি চালিয়ে গুলি ছোড়ার অভিযোগে সন্দেহভাজন একজনকে খুঁজছিল ইসরাইলি পুলিশ। তাকে ধরতে রাতভর অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করে তারা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment