উন্নয়ন তুলে ধরে রাত পর্যন্ত ভোটারদের কাছে নৌকায় ভোট প্রার্থনা মহাজোট প্রার্থীদের

উন্নয়ন তুলে ধরে রাত পর্যন্ত ভোটারদের কাছে নৌকায় ভোট প্রার্থনা মহাজোট প্রার্থীদের

 

তুলে ধরেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা ১০ বছরের উন্নয়ন কর্মকাণ্ড। এছাড়া নিজ নিজ এলাকায় স্থানীয় সমস্যা সমাধান ও উন্নয়নেরও প্রতিশ্র“তি দিয়েছেন তারা। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট চেয়েছেন তারা।
দুপুর ১২টার দিকে ঢাকা-১২ আসনে গণসংযোগ শুরু করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ ও নৌকার পক্ষে ভোট চান তিনি। এদিন ২৬নং ওয়ার্ডের তেজকুনিপাড়া, তেজগাঁও রেলগেট এবং ২৪নং ওয়ার্ডের বাবলি মসজিদ মোড় ও কুনিপাড়া এলাকায় গণসংযোগ করেন তিনি। সন্ধ্যায় সেন্ট্রাল প্রেস কোয়ার্টারে এক মতবিনিময় সভায় অংশ নেন আসাদুজ্জামান খান কামাল। এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল হক জিল্লু, তেজগাঁও থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং ২৬নং ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসান, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর সফিউল্লাহ সফি, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান মিজান প্রমুখ উপস্থিত ছিলেন।

চতুর্থদিনে গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন ঢাকা-১০ আসনের প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস। দুপুর ১২টার দিকে কলাবাগান থানার ১৭নং ওয়ার্ডের ডলফিন গলি থেকে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকার পক্ষে ভোট চান তিনি। পরে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে লেকসার্কাস স্কুলে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন তাপস। এ সময় তিনি, নারীর ক্ষমতায়ন, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের ভাতা, যুদ্ধাপরাধীর বিচার, ডিজিটাল বাংলাদেশ নির্মাণসহ ১০ বছরের নানা উন্নয়নের কথা উল্লেখ করেন। তিনি বলেন, উন্ননের এ ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ দিন।

ঢাকা-৫ আসনের প্রার্থী হাবিবুর রহমান মোল্লা ৪৯নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেছেন। এছাড়া মোল্লার পক্ষে তার ছেলে ও ডেমরা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল স্টাফ কোয়ার্টার এলাকায় প্রচার চালান। এ সময় সরকারের উন্নয়ন তুলে ধরে আবারও নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান তারা। আওয়ামী লীগ নেতা এনামুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা সোহেল খান, যুবলীগ নেতা নুরুল আমিন মিরু, সায়েম খন্দকার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

নির্বাচনী প্রচারণায় দিনভর ব্যস্ত সময় পার করেছেন ঢাকা-১১ আসনের আওয়ামী লীগ প্রার্থী একেএম রহমত উল্লাহ। দুপুরে নির্বাচনী এলাকার বাড্ডা থানার ছোলমাইদ ঈদগাহ মাঠ মসজিদে নামাজ আদায় করেন তিনি। পরে সেখান থেকেই শুরু করেন নৌকার পক্ষে গণসংযোগ। এ সময় তার সঙ্গে ভাটারা থানা আওয়ামী লীগ সভাপতি মো. ইসহাক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খন্দকার, সহ-সভাপতি মো. মারফত, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য সফিকুল ইসলাম বাছেত, ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ঢালি প্রমুখ উপস্থিত ছিলেন।

বেলা ৩টায় কাজীপাড়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন ঢাকা-১৫ আসনের প্রার্থী কামাল আহমেদ মজুমদার। ঢাকা-৯ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাবের হোসেন চৌধুরী বিকাল সাড়ে ৫টায় কুসুমবাগড় দাসপাড়া, সাড়ে ৭টায় দক্ষিণ মুগদা এবং রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত ওয়াপদা গলি এলাকার মানুষের কাছে গিয়ে নৌকার পক্ষে ভোট চান। এছাড়া রাজধানীর গাবতলীতে ঢাকা-১৪ আসনের প্রার্থী আসলামুল হক, মোহাম্মদপুর এলাকায় ঢাকা-১৩ আসনের প্রার্থী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানও তার কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগ চালান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment