উলিপুরে যুবকদের উদ্যোগে রাস্তা পেল ৭০ পরিবার

 কুড়িগ্রাম প্রতিনিধিঃ ১৪.১২.১৮

দীর্ঘ ৩০ বছর ধরে চলাচলে রাস্তা নেই। ঘরের সাথে ঘর উঠে আস্তে আস্তে চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। এভাবে একটি গ্রামের ৭০ পরিবারের প্রায় সাড়ে ৪ শত মানুষ চলাচলের রাস্তা ছাড়াই বসবাস করে আসছিলেন। একটু বৃষ্টি হলেই স্বাভাবিক জীবনযাপন স্থবির হয়ে পড়ত। ফলে স্কুলের প্রতিও অনাগ্রহ তৈরি হয় হয় এ গ্রামের শিশুদের। এমন পরিস্থিেিত এলাকার কয়েক যুবক উদ্যোগ নেন রাস্তা নির্মানের। এ উদ্যোগে যোগ দেন এলাকার মুরুব্বিরাও। শুক্রবার উপজেলার দলদলিয়া ইউনিয়নের দলবাড়ী গ্রামে সকাল থেকে দিনভর চলে রাস্তা নির্মানের মহাযজ্ঞ। সকাল হতেই এলাকার যুবকসহ সব বয়শি মানুষ কোদাল হাতে জড়ো হতে থাকেন। শুরু করেন রাস্তা তৈরির কাজ। গ্রামের সবার কাছে চাল সংগ্রহ করে রান্না করা হয় খিচুরি। ওই গ্রামের আলহাজ্ব বেলাল হোসেন,আলহাজ্ব আবুয়াল হোসেন, ইসলাম উদ্দিনসহ অনেকে বলেন, আমরা যে কাজটি করতে পারিনি তা আজ আমাদের সন্তানেরা করে দেখালো। তারা আরো বলেন, রাস্তাটি তৈরি হওয়াতে খুব শান্তি পেলাম। ৩০ বছররের অবরুদ্ধ জীবনের অবসান হয়ে গেল। আজিনুর রহমান নামের এক যুবক বলেন উদ্যোগ আর উদ্যেম থাকলে অসাধ্য সাধন করা সম্ভব। উদ্যোগি যুবক আবু তৈয়ুব, রবিউল আলম, মকবুল, হামিদ, হারুন, হুমায়ুন, ফরিদুল, ফুলবাবু সহ অনেকে জানান, দীর্ঘদিন এ গ্রামের লোকজন জমির আইল দিয়ে চলাচল করত। অনেক চেষ্টা করেও রাস্তাটি নির্মান করা সম্ভব হয়নি। যা এতদিন পর সকলের প্রচেষ্টায় রাস্তাটি নির্মান করা সম্ভব হলো।a

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment