সুস্মিতা-রোহমানের বিয়ে আগামী শীতে !

সুস্মিতা সেন ও রোহমান শোলের অসম প্রেম এখন বলিউড পাড়ার মুখে মুখে।১৫ বছরের ছোট প্রেমিককে সুস্মিতা বিয়ে করতে যাচ্ছেন এ নিয়ে সংবাদ কম হয়নি।কবে হবে তাদের বিয়ে?

ভারতীয় গণমাধ্যম বলছে, সুস্মিতা-রোহমান বিয়ে নিয়ে ইতোমধ্যে আলোচনাও সেরে ফেলেছেন। সামনের মাসে তাদের বিয়ে হবে।

সম্প্রতি সুস্মিতার ইন্সটাগ্রাম প্রোফাইলে রোহমানকে বেশ কিছু ছবিতে দেখা যায়। দু’জনে দিওয়ালির পার্টিতেও যান একসঙ্গে। সুস্মিতার মেয়েদের সঙ্গেও রোহমানের বোঝাপড়া ভালো।

সবমিলিয়ে সুস্মিতা রোহমানকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।ইনস্টাগ্রামে তাদের রোমান্টিক ছবিও প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি এক ছবিতে রোহমানের সঙ্গে সুস্মিতা ব্যায়ামের একটি ছবি দেখা গেছে।

ভারতের গণমাধ্যমগুলোর খবর হচ্ছে- রোহমান ইতোমধ্যেই সুস্মিতাকে প্রস্তাব করেছেন এবং বলিউড সেনসেশন তা তা গ্রহন করেছেন। তারা এখন ঠিক করছেন গাঁটছড়া বাঁধার জন্য ক্ষণ কোনটা। সম্ভবত ২০১৯ এর শীতের সময় তারা বিয়েটা সারবেন।ওই সময়টাকেই তারা ভালো লগ্ন হিসেবে ধরে নিচ্ছেন।’

সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতার বয়স এখন ৪২ চলছে। আর রোহমানের বয়স ২৭ বছর। সুস্মিতা এখনও বিয়ে করেননি। তিনি রেনে ও আলিশাকে ২০০০ এবং ২০১০ সালে দত্তক নেন। এই দুই মেয়েও সুস্মিতার ভালোবাসাকে মর্যাদা দিয়েছে। তারাও রোহমানকে মেনে নিয়েছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment