জগন্নাথপুরে শহীদ বীরমুক্তিযোদ্ধার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিন ব্যাপি বিজয় দিবস উদযাপন

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে গতকাল রবিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুস্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। দিনের শুরুতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন, উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন, থানা প্রশাসন, পৌরসভা, উপজেলা জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। সকাল ৮ ঘটিকায় পৌরশহরের স্বরূপচন্দ উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, বয়েস স্কাউটস, গালর্স গাইড, কাব ও শিশু কিশোরদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনীর মাধ্যমে দিন ব্যাপি কর্মসূচীর শুরু হয়। দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে উপস্থিত সবাই দাঁড়িয়ে স্বকন্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে সশস্ত্র সালাম জানান,শান্তির প্রতীক শে^তকপোত অবমুক্ত করা হয়। মার্চপাস্ট ও কুচকাওয়াজ অনুষ্টিত হয়।ধারাবাহিকভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে আগত শিশু কিশোরদের মধ্যে শরীরচর্চা প্রর্দশনী ও শিশুÑকিশোরদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগীতা শুরু হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দুপুর ১২ ঘটিকায় উপজেলা পরিষদের সামনে বীরমুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বীরমুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারকে ফুল দিয়ে বরণ করা হয়। স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম। বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দে, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর থানার অফিসার ইনর্চাজ মোঃ হারুন রশীদ চৌধুরী,জগন্নাথপুর উপজেলার বীরমুক্তিযোদ্ধা মো.আব্দুল হাই, কৃষি অফিসার শওকত ওসমান মজুমদার প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল স্থরের কর্মকর্তা কর্মচারী সহ সামজিক রাজনৈতিক সংগঠনের সকল নেতৃবৃন্দ সহ সর্বস্থরের জনগন উপস্থিত ছিলেন। অনুষ্টানের শেষে বীর মুক্তিযোদ্ধার স্পর্শে জাগ্রত বাংলাদেশ স্লগানে মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের হাতের চাপ দিয়ে বাংলাদেশের মানচিত্র অংকন করা হয়।##

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment