ভোটে জামায়াত নেতাদের ‘ভাগ্য’ নির্ধারণ বিকেলে

একাদশ জাতীয় সংসদ নির্বাচন জামায়াতের ২৫ জন প্রার্থী ভোটে লড়তে পারবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (২৩ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে কমিশন সভা অনুষ্ঠিত হবে।  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে সভায় অন্য নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন।

বৈঠকের আলোচ্য সূচিতে জামায়াত নেতাদের প্রার্থিতা থাকবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত বিষয়টি উল্লেখ আছে। এছাড়া আদালতের আদেশে বিএনপির প্রার্থীশূন্য হওয়া আসনে দলটির বিকল্প প্রার্থী মনোনয়ন বা বর্তমান তফসিল স্থগিত করে পুনঃতফসিলের আবেদনের বিষয়টিও বৈঠকে আলোচনা হতে পারে। ইসি সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

কমিশন সূত্রে জানা গেছে, রবিবারের বৈঠকে ২টি এজেন্ডা রয়েছে। এগুলো হলো— ব্যালট পেপার মুদ্রণসহ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক অগ্রগতি ও হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশন ১৬২৩৭/২০১৮ বিষয়ে আদালতের রুল এবং বিবিধ।

জানা গেছে, বিবিধ হিসেবে আদালতের আদেশে বিএনপির প্রার্থীশূন্য হওয়া আসনে দলটির বিকল্প প্রার্থী মনোনয়ন বা বর্তমান তফসিল স্থগিত করে পুনঃতফসিলের বিষয়ে দলটি কমিশনে যে আবেদন করেছে সেই বিষয়টিও বৈঠকে আলোচনা হতে পারে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনে নিবন্ধন বাতিল হওয়া জামায়াতের ২৫ নেতা এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে ২২জন বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীক এবং ৩জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন। জামায়াতের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে তিন দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন অাদালত।

হাইকোর্টের রুলের বিষয়ে আগামী সোমবারের (২৪ ডিসেম্বর) মধ্যে সিদ্ধান্ত নেবে জানান ইসি সচিব হেলালুদ্দীন অাহমদ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment