এই প্রথম সৌদিতে একসঙ্গে নাচলেন ছেলে-মেয়েরা (ভিডিও)

বিধিনিষেধে আবদ্ধ সৌদি আরবে এই প্রথমবারের মতো কোনো মিউজিক কনসার্টে এক সঙ্গে নাচলেন পুরুষ ও নারীরা। যা কিছুদিন আগেও এরকম দৃশ্য কল্পনাও করা যেত না। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকেই দেশটিতে নারী স্বাধীনতার বাতাস বইতে শুরু করেছে।

২০১৮ সালটি মূলত সৌদি নারীদের অবাধ স্বাধীনতার বছর বললেও ভুল হবে না। এ বছরের জুলাইয়ে কট্টরপন্থী মুসলিম দেশটিতে নারীরা গাড়ি চালানোর অনুমতি পায়। এর পর দেয়া হল স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ। এবার পায় কনসার্টে অংশ নেয়ার সুযোগ।

সম্প্রতি ফরাসি ডিস্কো জকি ডেভিড গুয়েত্তার একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল সেখানে। সেখানে মঞ্চের আশপাশে ছিল তরুণ-তরুণীদের ভিড়। ডেভিডের গানের সুরে একসঙ্গে নাচলেন তারা।

সৌদির ছেলেমেয়েদের একসঙ্গে নাচের বিরল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িলে পড়লে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। কেউ বলেছেন, সৌদি আরবকে স্বাগত নতুন এই জগতে প্রবেশ করার জন্য। তবে সেখানকার অনেক ধর্মীয় নেতারা এর কড়া সমালোচনা করেছেন।

 ১৯৩২ সালে রাজতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে দেশটিতে কঠোর শরিয়া আইন চলছে। এই আইনের কারণে সৌদি নারীদের চলাফেরার স্বাধীনতা অনেকটাই সীমাবদ্ধ। তবে বাদশাহ আব্দুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদের কিছু পদক্ষেপে সৌদি সমাজের কিছু পরিবর্তন দৃশ্যমান হয়েছে। তিনি সৌদি নারীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি তাদের সমান ভোটাধিকার দিয়েছেন।

ভিডিও দেখতে ক্লিক করুন

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment