সাভারে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক,মামলা

 মোহাম্মদ আব্দুস সালাম( রুবেল):

ঢাকার সাভারে চাঁদাবাজির সময় জনগনের কাছে আটক ভুয়া নিবার্হী ম্যাজস্ট্রিট নাম পরিচয়দানকারী মনির হোসেন নামের এক প্রতারক । জনগণ প্রতারককে গণধালাই দিয়ে পুলিশ সোর্পদ করে। ২৫ ডিসেম্বর সাভার মডেল থানায় আফজাল নামের এক ব্যক্তি বাদী হয়ে ওই ভুয়া ম্যাজিস্ট্রট এর বিরুদ্ধ মামলা দায়ের করেন। মনির হোসেন রাজধানীর মিরপুর এলাকার বাসিদা এবং বিল্লাল শেখের ছেলে। সাভার মডেল থানার উপপরিদর্শক একলাশ উদ্দিন মুঠোফোনে বলেন, গতকাল সন্ধ্যায় আড়াপাড়া মহল্লায় সন্দেশ তৈরীর কারখানায় নিবার্হী ম্যাজস্ট্রিট পরিচয় দিয়ে অভিযান চালায় প্রতারক চক্রটি । স্থায়ীন ব্যক্তিরা ভুয়া ও প্রতারকদের আটকের চেষ্টা করে । প্রতারক চক্রটি টের পেয়ে রেডিও কলোনীর দিকে গাড়ী চালিয়ে যায়। পিছু পিছু ধাওয়া করে স্থানীয়রা সাভার রেডিও কলোনী এলাকায় ট্রাফিক পুলিশ ও গাড়িটি আটক করে। গাড়িতে থাকা প্রতারক চক্রর দুই সদস্য পালিয় যায় । কিন্ত মূল হোতা মনিরকে আটক করে গণধালাই দিয়ে পুলিশ সোর্পদ করে জনগন । প্রাইভটকার( মেট্রা-ঘ-১১-১২০৫) সাভার একটি গাড়ী জব্দ করা হয়েছে বলে জানান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment