দোহারে আওয়ামীলীগের বিশাল বিক্ষোভ মিছিল মামলা প্রত্যাহারে ২৪ ঘন্টার আল্টিমেটাম

মাহবুবুর রহমান টিপু,দোহার(ঢাকা)প্রতিনিধি:

ঢাকা-১ আসনের নবাবগঞ্জ উপজেলায় নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে আসা যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীল হোসেনসহ অন্যান্য নেতাকর্মির নামে মামলা করার প্রতিবাদে দোহার উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। গতকাল বুধবার বিকেল ৪টায় দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুলের নেতৃত্বে উপজেলার রতন স্বাধীনতা চত্তর এলাকায় জমায়েত হয়।নেতাকর্মিদের পদচারনায় থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার রতন স্বাধীনতা চত্তর থেকে শুরু করে উপজেলার জয়পাড়া থানার মোড়সহ লটাখোলা করম আলীর,জয়পাড়ার প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্তরে এসে শেষ হয়। এসময়ে আওয়ামীলীগের নেতাকর্মিরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সতন্ত্র গাড়ি প্রতিক প্রার্থী এ্যাডভোকেট সালমা ইসলাম ও তার স্বামী যমুনা গ্রপের কর্নধার নুরুল ইসলাম বাবুলের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হুশিঁয়ারী উচ্চারন করে শ্লোগান দেন এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন। এতে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, আওয়ামীলীগ নেতা সুরুজ আলম, ঢাকা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.মাসুদ মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি মু.আলমাস উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, উপজেলা স্বেচছাসেবকলীগের সভাপতি বাশার চোকদার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব বেপারী, দোহার পৌর যুবলীগের সভাপতি মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক নবী হোসেন, সাবেক ঢাকা জেলা ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম সেন্টু,আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির জয়নাল আবেদীন,সদস্য সুরুজ আলম সুরুজ, সাবেক ছাত্রলীগ নেতা রাজিব শরীফ, বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাশেদ চোকদার, ঢাকা লো দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, রাহিম কমিশনার, আরমাচ কমিশনার, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম রাকিব, দোহার উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস চোকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক উদয় হোসেন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ নিজাম, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ। দোহার,ঢাকা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment