আরও ২ বছর আফগানিস্তানে সেনা রাখবে তুরস্ক

ন্যটো মিশনের অংশ হিসেবে আরও দুই বছর আফগানিসন্তানে সেনা রাখার প্রস্তাবে সায় দিয়েছে তুরস্কের পার্লামেন্ট। ২০১৯ সালের ৬ জানুয়ারি থেকে নতুন এ প্রস্তাব কার্যকর হবে।

২০১৮ সালে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক সহায়তা বাহিনীর ১৭ বছরের যুদ্ধ মিশনের ইতি ঘটবে।

আফগানিস্তানে ২৮টি ন্যাটো মিত্র ও আরও ১৪টি দেশের ১২ হাজার সেনা তাদের মিশনের সহায়তার জন্য অবস্থান করছে।

এদিকে সিরিয়ার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকেও কয়েক হাজার সৈন্যকে ফিরিয়ে আনার কথা বিবেচনা করছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।

গণমাধ্যমগুলোর প্রতিবেদনে তালেবানের সঙ্গে যুদ্ধরত প্রায় সাত হাজার সেনাকে ফিরিয়ে আনার পরিকল্পনার কথা জানানো হয়েছে। এ সংখ্যা আফগানিস্তানে যুদ্ধরত মোট মার্কিন সেনার অর্ধেক, বলছে বিবিসি।

ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জেরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের পদত্যাগের পর পরই মার্কিন গণমাধ্যমগুলোতে দক্ষিণ এশিয়ার দেশটি থেকেও সেনা প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ে।

ম্যাটিসের দায়িত্ব ছাড়ার কথা পরে প্রেসিডেন্টও নিশ্চিত করেন। টুইটারে তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে সসম্মানে অবসরে যাচ্ছেন জেনারেল ম্যাটিস।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment