ফটিকছড়িতে নৌকার সমর্থনে জেলা পরিষদ সদস্য পারভেজের গণমিছিল

 মোস্তাফ কামরুল, ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রাম-২ ফটিকছড়ি সংসদীয় আসনে মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সমর্থনে গণমিছিল ও পথসভা করেছেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য, ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডশনের চেয়ারম্যান আখতার উদ্দিন মাহমুদ পারভেজ। ২৫ ডিসম্বর ফটিকছড়ির নাজিরহাট বাজারের ঝংকার মোড় থেকে শুরু হয়ে গণমিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। আহমেদ এরশাদ খোকনের সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভজ, নাজিরহাট পৌর আওয়ামীলীগের আহবায়ক এনামুল হক বাবুল, কাউন্সিলর সালমান, আলহাজ্ব ইউসুফ, যুবলীগ নেতা মুহাম্মদ হাসান, রায়হান আহাদ, পৌর ছাত্রলীগের সভাপতি রাসেল উদ্দিন, সাধারণ সম্পাদক আমান উল্লাহ অামান প্রমূখ। সভায় আখতার উদ্দিন মাহমুদ পারভেজ বলেন, ‘সমগ্র বাংলাদশ যা উন্নয়ন কর্মকান্ড সাধিত হয়েছে, এ উনয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে ৩০ ডিসেম্বর নৌকা প্রতীক ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করতে হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment