আনন্দ মিছিল না করার আহ্বান শেখ হাসিনার

আনন্দ মিছিল না করতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের সকল সদস্য, অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বলে জানান আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম।

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

এইচটি ইমাম বলেন, ‘আওয়ামী লীগের সকল সদস্য, আমাদের অঙ্গসংগঠনের যারা আছে দেশের সর্বত্র ছড়িয়ে যারা আছেন তাদের সকলকেই অনুরোধ জানাবো, জননেত্রী শেখ হাসিনা বলেছেন, এখন আনন্দ মিছিল করার সময় নয়, দেশ গঠনের সময়। কাজেই কোনো জায়গায়, কোনোভাবেই কেউ কোনো আনন্দ মিছিল করবেন না।’

‘সেইসঙ্গে আবারও পুনর্ব্যক্ত করছি, নির্বাচনের সমস্ত ফলাফল না আসা পর্যন্ত আওয়ামী লীগের সদস্যগণ যারা বিভিন্ন ভোট কেন্দ্রে অবস্থান করছেন তারা সেইখানে থাকবেন এবং যতক্ষণ পর্যন্ত না প্রিজাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসার ফলাফল লিখিতভাবে আমাদের প্রতিনিধিদের কাছে না দেবেন ততক্ষণ পর্যন্ত কোনো অবস্থাতেই স্ব স্ব স্থান ত্যাগ করবেন না’ বলেও জানান তিনি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment