২০০ টাকায় দেখা যাবে বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) শুরু হতে যাচ্ছে আগামী শনিবার (৫ জানুয়ারি)। ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ফরম্যাটের এই  টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলাগুলো দেখা যাবে ২০০ টাকায়।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) থেকে শুরু হবে বিপিএল এর টিকিট বিক্রি। মিরপুর শেরেবাংলার ইনডোর এবং স্টেডিয়ামের ১নং গেটের বুথ থেকে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট কেনা যাবে।

আগামী ১৪ জানুয়ারি থেকে সিলেটে অনুষ্ঠিত ম্যাচগুলোর টিকিট কেনা যাবে সিলেট বিভাগীয় স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে। ২৪ জানুয়ারি চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম বুথ এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বুথ থেকে টিকিট কেনা যাবে।

যারা সরাসরি টিকিট কিনতে চান না তারা  ইউক্যাশ এবং সহজ ডটকমের মাধ্যমেও টিকিট কিনতে পারবেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএলের গ্রুপ পর্বের খেলার টিকিটের মূল্য নির্ধারণ করেছে। গ্যালারির টিকিটের মূল্য ২০০ ও ৩০০ টাকা। ক্লাব হাউস ৫০০টাকা, ভিআপি স্ট্যান্ড ৫০০টাকা। গ্রান্ড স্ট্যান্ড ২ হাজার টাকা।

অন্যদিকে, এলিমেনিটর-কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার এবং বিপিএলের ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য পরবর্তীতে জানানো হবে বলে বিসিবির মেইল বার্তায় জানানো হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment