ভেদরগঞ্জে শিশু ধর্ষিত

দরগঞ্জের সখিপুর ইউনিয়নে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেশী মিজান তাকে ধর্ষণের পর বাড়ি ছেড়ে পালিয়েছে। মিজান দক্ষিণ সখিপুর উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শুক্রবার বিকালে সখিপুর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। ভুক্তভোগীর খালা বলেন, গত বুধবার বিকালে বাড়ি খালি পেয়ে বখাটে মিজান শিশুটিকে তাদের ঘরে ডেকে নেয়। এ সময় তার মুখ চেপে তাকে ধর্ষণ করে মিজান এবং তা প্রকাশ করলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার বিকালে বিষয়টি এলাকায় জানাজানি হয়। এ বিষয়ে সখিপুর থানায় দায়িত্বরত কর্মকর্তা এসআই শিবশঙ্কর বলেন, এ বিষয়ে শুক্রবার বিকালে ভুক্তভোগীর পরিবার একটি মামলা করেছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

https://www.youtube.com/watch?v=2zrwCGXf6hc

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment