গুজবে কান না দিয়ে শিশুদের ভিটামিন ‌‘এ’ ক্যাপসুল খাওয়ান : স্বাস্থ্যমন্ত্রী

গুজনে কান না দিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার সকালে অভিভাবকদের প্রতি তিনি এ আহ্বান জানান।

এর আগে সকাল ৮টা থেকে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জানা গেছে, ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ২৫ লাখ ২৭ হাজার শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ ৭ হাজার শিশুকে।

দেশব্যাপী ১ লাখ ২০ হাজার কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।  লঞ্চঘাট, ফেরিঘাট, টোল প্লাজা, বিমানবন্দর, স্টেশন, খেয়াঘাট ইত্যাদি স্থানে অবস্থান করবে টিম। তবে দুর্গম এলাকা হিসেবে চিহ্নিত ১২ জেলার ৪৬ উপজেলার ২৪০ ইউনিয়নে ক্যাম্পেইন-পরবর্তী ৪ দিন বাড়ি বাড়ি গিয়ে শিশুদের খুঁজে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment