বগুড়ার শেরপুরে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক কে সাময়িক বরখাস্ত

শেরপুর(বগুড়া)প্রতিনিধি :

বগুড়ার শেরপুরের বিভিন্ন অনিয়মের কারন দর্শানো নোটিশের সঠিক জবাব না দেয়ায় দোয়ালসাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মাদ আলীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্কুল ম্যানেজিং কমিটি। জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের দোয়ালসাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মাদ আলীর বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের দলিলপত্র সমুহ শিক্ষার্থীদের জানার সুযোগ না দিয়ে নিজ আরমারীতে তালাবদ্ধ রাখা, সরকার প্রদত্ত বিনামুল্যের বই বিক্রি করা, নিজের ইচ্ছা অনুযায়ী বিদ্যালয়ে যাতায়াত, বিদ্যালয়ের মুভমেন্ট রেজিষ্টার ব্যবহার না করা, বিদ্যালয়ে প্রকাশ্যে ধুমপান, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে সৌহার্দপুর্ন আচরণ না করা এবং দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ের আয় ব্যায়ের হিসাব প্রদান না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩০ জানুয়ারি কারণ দর্শানোর নোটিশ দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাশেদুল ইসলাম রাজু । গত ৫ ফেব্রুয়ারি সেই নোটিশের জবাব দেন প্রধান শিক্ষক। নোটিশের সঠিক জবাবে ম্যানেজিং কমিটির সদস্যরা সন্তুষ্ট না হওয়ায় ৯ ফেব্রুয়ারি তাকে পুনরায় সঠিকভাবে জবাব দেয়ার জন্য নোটিশ দেয় সভাপতি। কিন্তু সেই জবাবটি পুর্বের জাবাবের সাথে হুবহুব মিল হওয়ায় গত ১৬ ফেব্রুয়ারি ম্যানেজিং কমিটির মিটিংয়ে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে প্রধান শিক্ষক নূর মোহাম্মাদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে প্রধান শিক্ষক নুর মোহাম্মাদ বলেন, আমাকে অবৈধভাবে বরখাস্ত করা হয়েছে। আমি কোন দোষ করিনি। এ ব্যাপারে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদুল ইসলাম রাজু বলেন, দ্বিতীয় কারন দর্শানোর নোটিশের জবাবটি পুর্বের জাবাবের সাথে হুবহুব মিল হওয়ায় ম্যানেজিং কমিটির মিটিংয়ে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে প্রধান শিক্ষক কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment