বৃত্তি শিক্ষার্থীদের উৎসাহ যোগায় -চেয়ারম্যান মাহবুবুর রহমান

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বলেছেন, ঢাকা জেলার ৩৭২জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হচ্ছে। বৃত্তি শিক্ষার্থীদের উৎসাহ যোগায়। যাতে তারা লেখাপড়ায় আরো মনোযোগী হয়ে উঠে। এতে মেধার প্রসার ঘটে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার দোহার উপজেলা সদরে জয়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সভা কক্ষে আয়োজিত “দোহার ও নবাবগঞ্জ উপজেলার ২০১৭ সালে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক হস্তান্তর” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলা পরিষদ এর আয়োজন করেন। মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছি। এনে দিয়েছি স্বাধীনতা। তোমরা পেয়েছ একটি স্বাধীন দেশ। তোমাদের কাছে একটি সুন্দর বাংলাদেশ চাই। অনুষ্ঠানের সভাপতি, ঢাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকারের শিক্ষানীতি বাস্তবায়িত হচ্ছে। আমরা ঘোষণায় নয় কাজের মাধ্যমে বাস্তবায়ন করছি। অনুষ্ঠানে দোহারের ৭০জন ও নবাবগঞ্জের ৩৫জন শিক্ষার্থীকে মেধাবৃত্তির ১০হাজার টাকার চেক তুলে দেয়া হয়। এছাড়া ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ হাজার টাকার চেক ও ৩৯টি দুস্থ পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দোহার উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, কলেজ অধ্যক্ষ হরিপদ চন্দ্র পাল, প্রধান শিক্ষক আব্দুল খালেক, একলাল উদ্দিন আহমেদ, হুমায়ুন আহমেদ, আওয়ামীলীগ নেতা সুরুজ মোল্লা, সাহাবদ্দিন আহমেদ, নুর ইসলাম মোল্লা, স্বপন বেপারী, আশরাফ দেওয়ান প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment