১২ টাকার ইনজেকশন ৮০০ টাকা!

১২ টাকার ইনজেকশন ৮০০ টাকা!

রাজবাড়ীতে মাত্র ১২ টাকার ইনজেকশনের দাম রাখা হয়েছে ৮০০ টাকা! আর এ জন্য দুই ফার্মেসির মালিককে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজবাড়ী জেলার সহকারী পরিচালক এই জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজবাড়ীর সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, দুপুরে জেলার সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের আকরাম শেখ ও বালিয়াকান্দি উপজেলার গোয়ালপাড়া গ্রামের জাহিদ নামে দুই ব্যক্তি তাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, আকরাম সোমবার সকালে রাজবাড়ী শহরের মেসার্স ঢালী ফার্মেসিতে ইনজেকশন ক্রয় করতে যান। এ সময় ইফিডিন নামের ওই ইনজেকশন শহরের কোথায়ও পাওয়া যাচ্ছিল না। পরে বাধ্য হয়ে ঢালী মেডিকেল থেকে ৮০০ টাকা দাম রাখা হয়। এত দামের বিষয়ে জানতে চাইতে দোকানদার বলেন নিতে চাইলে নেন না চাইলে চলে যান।

পরে জানতে পারেন ইনজেকশনের দাম মাত্র ১২ টাকা। চিকিৎসকের পরামর্শে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে লিখিত অভিযোগ করেন তিনি। জাহিদ মণ্ডলও একই অভিযোগ করেন সেফা ফার্মেসির বিরুদ্ধে।

অভিযোগকারী আকরাম শেখ বলেন, আমার এক আত্মীয়কে অপারেশন থিয়েটারে প্রবেশের পর জরুরি ভিত্তিতে ওই ইনজেকশনটি আনতে বলা হয়। এত দামি ওষুধ হওয়ার কারণে একটু সময় লাগে। দেরির বিষয়টি ডাক্তার জানতে চাইলে ৮০০ টাকার কথা বললে ডাক্তার জানায় এর দাম মাত্র ১২ টাকা।

সহকারী পরিরচালক মো. শরিফুল ইসলাম বলেন, বাজারে ওই ইনজেকশনের সংকট ছিল এই সুযোগে চড়া দাম নেই দুই অসাধু ব্যবসায়ী। এতে ভোক্তা অধিকার আইনের বলে দুই ভোক্তা প্রতারিত ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ঢালী ফার্মেসিকে ৫০ হাজার টাকা এবং সেফা ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, জরিমানার চার ভাগের এক ভাগ টাকা অভিযোগকারীদের দেয়া হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment